Sujan Chakraborty Slams BJP : আচ্ছে নেহি, দেশে বুড়া দিন চলছে : সুজন চক্রবর্তী - Sujan chakraborty criticises central and state government at baruipur
রবিবার বারুইপুরে টাউন লাইব্রেরির পাশে গণশক্তির বোর্ড উদ্বোধন করতে এসে বিজেপি ও তৃণমূল সরকারের সমালোচনায় সরব হলেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী (Sujan chakraborty criticises central and state government at baruipur)। তৃণমূলকে কটাক্ষ করে তিনি বলেন (Sujan Chakraborty Slams BJP), "নিজেদের দলের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত মানুষের বাস । তাদের আড়াল করতে বদলি হতে হচ্ছে জেলাশাসক ও পুলিশ আধিকারিকদের । ভোটে আশানুরূপ ফল না হওয়ায় তাহেরপুরের ওসিকে বদল করে দিয়েছে তৃণমূল ৷" অন্যদিকে, কেন্দ্রীয় সরকারের আট বছর পূর্তি উপলক্ষে যেভাবে দেশের বিভিন্ন জায়গায় অমৃত মহোৎসব হচ্ছে সেই প্রসঙ্গে তিনি বলেন, "প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি আচ্ছে দিন আয়েগা বলেছিলেন, দেশের অর্থনৈতিক অবস্থা দেখে বোঝাই যাচ্ছে আচ্ছা দিন নয় বুড়া দিন চলছে । ইডি ও সিবিআই দিয়ে ভয় দেখাচ্ছে ।"