WBCPCR Chairperson: নিহত নাবালকের বাড়িতে রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন - মোলডাঙা গ্রামে নিহত নাবালক শিবম ঠাকুুর
শান্তিনিকেতনের মোলডাঙা গ্রামে নিহত নাবালকের (Santiniketan Child Murder) পরিবারের সঙ্গে দেখা করলেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন সুদেষ্ণা রায় (Sudeshna Roy Visits Death Child House) । নিহত নাবালক শিবম ঠাকুরের মা-বাবার সঙ্গে কথা বলেন তিনি ৷ কীভাবে এই ঘটনা ঘটল শোনার পর পুলিশ ও প্রশাসন সহযোগিতা করছে কি না, জানতে চান রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন (WBCPCR)।