Students Protest: শিক্ষক বদলির প্রতিবাদে স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ পড়ুয়াদের - Students Protest Against Teacher Transfer in Murshidabad
ফের এক শিক্ষকের বদলির নির্দেশ আসায় ছাত্র বিক্ষোভে উত্তাল হয়ে উঠল হরিহরপাড়া থানার মালোপাড়া উচ্চ বিদ্যালয় (Students Protest Against Teacher Transfer)। স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাল পড়ুয়ারা । পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে বিক্ষোভ আন্দোলনে বাড়তি অক্সিজেন জুগিয়েছে বাম ছাত্র সংগঠন এসএফআই । পড়ুয়াদের অভিযোগ, ক্রমাগত শিক্ষক চলে যাওয়ায় পঠন-পাঠনের প্রচুর ক্ষতি হচ্ছে । শিক্ষক দিয়েই অন্যজনকে বদলি করা হোক, দাবি পড়ুয়াদের । বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফারুক আহম্মেদ জানান, আজ এক শিক্ষকের বদলির নির্দেশ এসেছে । সরকারি নিয়ম অনুযায়ী আমি এনওসি দিতে বাধ্য । বর্তমানে এই স্কুলের পড়ুয়া সংখ্যা 343 জন । চারজন পার্শ্বশিক্ষক-সহ স্কুলে শিক্ষকের সংখ্যা ছিল 18 জন ।
TAGGED:
Students Protest