পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Students Agitation in School: শিক্ষকের অভাবে বন্ধ ক্লাস , টিচার ইন চার্জকে আটকে স্কুলে বিক্ষোভ ছাত্রীদের - Students Agitation in School

By

Published : Aug 2, 2022, 5:08 PM IST

পড়ুয়ার সংখ্যা 220 । আর রয়েছেন মাত্র একজন শিক্ষিকা । অধিকাংশ দিনই ক্লাস হয় না কোচবিহারের দিনহাটা 1 ব্লকের গোসানীমারী গার্লস হাইস্কুলে । ছাত্রছাত্রীরা স্কুলে আসে, মিড-ডে মিল খেয়ে বাড়ি চলে যায় । দিনের পর দিন এই অবস্থা চলতে থাকায় মঙ্গলবার টিচার ইন চার্জকে তালাবন্ধ করে বিক্ষোভ দেখাল ছাত্রীরা(Students Agitation in School)। ছাত্রীদের অভিযোগ, শিক্ষকের অভাবে প্রতিদিন ক্লাসে পঠনপাঠন হয় না । পাশাপাশি সপ্তম শ্রেণির ক্লাসরুমে কম্পিউটারের সরঞ্জাম রাখায় ক্লাসে পড়ুয়াদের বসতে পারছে না । এই সমস্ত অভিযোগ তুলে মঙ্গলবার টিচার ইন চার্জ সরস্বতী সরকারকে অফিসে তালাবন্ধ করে বিক্ষোভ শুরু করে পড়ুয়ারা(students detain teacher in charge and shown protest to demand for teacher in cooch behar)।

ABOUT THE AUTHOR

...view details