Firhad Hakim : পাঁচটি বাসের সূচনা করলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী - Firhad Hakim
প্রথম পর্যায়ে সোমবার পাঁচটি বাসের সূচনা করলেন রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। পরিবেশ বান্ধব বেসরকারি সিএনজি বাস পরিষেবা শুরু হল নিউটাউনে । আরবান বাস সার্ভিসেসের তরফে এই বাস পরিষেবা আপাতত নিউটাউনের সাপুরজি থেকে উল্টোডাঙা পর্যন্ত চলবে । ফিরহাদ হাকিম বলেন, "সিএনজি-র সঙ্গে বেঙ্গল গ্যাস এক সঙ্গে কাজ করছে। এখন আমরা রিফিলিং করে করে গ্যাস আনছি, তবে খুব তাড়াতাড়ি পাইপ লাইনও বসবে। আগামী সাত দিনের মধ্যেই কসবাতে আমরা উদ্বোধন করব সিএনজি স্টেশন। পাশাপাশি সব ট্রাম ডিপো গুলোতে যেহেতু পাওয়ার আছে তাই সেখানেও চার্জিং স্টেশন ব্যবস্থা করা হচ্ছে।"
TAGGED:
Firhad Hakim