বছরের শেষ দিনে ফাঁকা সেন্ট পলস ক্যাথিড্রাল - ফাঁকা সেন্ট পলস ক্যাথিড্রাল
বছরের শেষ দিনটিতে প্রতি বছরের মতো শহর কলকাতার সেই চেনা ছবিটা দেখা যাচ্ছে না ৷ ব্যতিক্রম নয় সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চও । ছুটি কাটানোর মেজাজে কয়েকজনকে দেখা গেলেও এবছর কার্যত ফাঁকা ক্যাথিড্রাল চত্বর ।