KIFF 2022 : ফিল্ম ফেস্টিভ্যালে সত্যজিৎ-স্বাতীলেখাদের স্মরণে ভিড় জমল গগনেন্দ্র শিল্প প্রদর্শশালাতেও - Special Tribute To The Greats Of Cinema
শুরু হয়ে গিয়েছে 27 তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব । শুরুর দিন থেকেই সিনেপ্রেমীদের উপচে পড়া ভিড় নন্দন চত্বরে । ভিড় জমল গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালা, নন্দন 2-এও । কারণ সেখানে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়েছে কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়, চিদানন্দ দাশগুপ্ত, স্বাতীলেখা সেনগুপ্ত, বুদ্ধদেব দাশগুপ্ত, দিলীপ কুমার, লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধ্যায় এবং বাপ্পি লাহিড়ীদের । হাজির ছিলেন বিশিষ্টজনেরা (Special Tribute To The Greats Of Cinema )।