গঙ্গাসাগরে এলেন দক্ষিণ 24 পরগনার জেলাশাসক পি উলগানাথান - BEFORE CM VISIT
ঘূর্ণিঝড় যশ তছনছ করে দিয়েছে পশ্চিমবঙ্গের উপকূলের বিস্তীর্ণ জায়গা। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলায়। বহু মানুষ ঘড়বাড়ি হারিয়ে সহায় সম্বলহীন হয়ে পড়েছেন। বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে সাগরে এসেছিলেন দক্ষিণ 24 পরগনার জেলাশাসক পি উলগানাথান। গঙ্গাসাগরের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন সাগরে। তার আগেই বৃহস্পতিবার এলেন জেলাশাসক। যে সমস্ত এলাকা এখনও পর্যন্ত জলের নিচে আছে সেই এলাকা পরিদর্শনের পাশাপাশি কপিল মুনির মন্দির চত্বরে যান তিনি বলে প্রশাসন সূত্রে খবর। এদিন জেলাশাসক পুলিশ অধিকারিকদের নিয়ে কাকদ্বীপ থেকে কচুবেরিয়া ঘাটে আসেন। সেখান থেকে গাড়িতে করে সোজা হেলিপ্যাডে আসেন। সেখানে হেলিপ্যাড পরিদর্শনের পর পাশের বাংলোতে যান। প্রশাসন সূত্রে খবর, সাগরে এসে এই বাংলোবাড়িতে প্রশাসনের আধিকারিকদের সঙ্গে মিটিং করবেন মুখ্যমন্ত্রী ।