Malda Murder: বিদ্যুতের বিল মেটানো নিয়ে বচসার জের, ছেলের বিরুদ্ধে বাবাকে খুনের অভিযোগ - বিদ্যুতের বিল মেটানো নিয়ে বচসার জের
ইলেকট্রিক বিল মেটানো নিয়ে বিবাদের জেরে শ্বাসরোধ করে বাবাকে খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে (Son murders his father after brawl in Malda)। ঘটনাটি ঘটেছে কালিয়াচকের দক্ষিণ লক্ষ্মীপুরে । মৃত ব্যক্তির নাম মোজাহার শেখ (62) । বাড়ি দক্ষিণ লক্ষীপুরের ইমাম জায়গীর গ্রামে । পরিবার সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে মোজাহার শেখের বাড়িতে 3,200 টাকা ইলেকট্রিকের বিল আসে । বড়ো ছেলে সেন্টু শেখকে সেই বিল মিটিয়ে দেওয়ার জন্য বলেন মোজাহার শেখ । অভিযোগ, এনিয়ে রাতে বাবা ও ছেলের মধ্যে বিবাদ শুরু হয় । এরপরই শ্বাসরোধ করে বাবাকে খুন করে সেন্টু । খবর দেওয়া হয় কালিয়াচক থানায় । খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় কালিয়াচক থানার পুলিশ ।