পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Malda Murder: বিদ্যুতের বিল মেটানো নিয়ে বচসার জের, ছেলের বিরুদ্ধে বাবাকে খুনের অভিযোগ - বিদ্যুতের বিল মেটানো নিয়ে বচসার জের

By

Published : Aug 7, 2022, 8:46 PM IST

ইলেকট্রিক বিল মেটানো নিয়ে বিবাদের জেরে শ্বাসরোধ করে বাবাকে খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে (Son murders his father after brawl in Malda)। ঘটনাটি ঘটেছে কালিয়াচকের দক্ষিণ লক্ষ্মীপুরে । মৃত ব্যক্তির নাম মোজাহার শেখ (62) । বাড়ি দক্ষিণ লক্ষীপুরের ইমাম জায়গীর গ্রামে । পরিবার সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে মোজাহার শেখের বাড়িতে 3,200 টাকা ইলেকট্রিকের বিল আসে । বড়ো ছেলে সেন্টু শেখকে সেই বিল মিটিয়ে দেওয়ার জন্য বলেন মোজাহার শেখ । অভিযোগ, এনিয়ে রাতে বাবা ও ছেলের মধ্যে বিবাদ শুরু হয় । এরপরই শ্বাসরোধ করে বাবাকে খুন করে সেন্টু । খবর দেওয়া হয় কালিয়াচক থানায় । খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় কালিয়াচক থানার পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details