Soham attacks Dilip: দিলীপ ঘোষকে দু'টাকার গুন্ডা বলে কটাক্ষ সোহমের - দিলীপ ঘোষ
দিলীপ ঘোষ (Dilip Ghosh) দু'টাকার গুন্ডা (Two rupee goons) ৷ উনি ভয় পেয়েছেন বলে তরোয়াল ধরেছেন ৷ বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতিকে এভাবেই আক্রমণে বিঁধলেন চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী (Soham Chakraborty) । রবিবার দুর্গাপুরের কাঁকসার মুচিপাড়ায় তৃণমূলের বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হয় । সেখানে যোগ দিয়েই বিজেপিকে এক হাত নিলেন বিধায়ক সোহম ।