প্রথা মেনে স্নান সারলেন মাহেশের জগন্নাথ, বলরাম ও সুভদ্রা - মাহেশের রথ
বাধা সেই করোনা ভাইরাস ৷ গত বছরের মতো এবছরও অনাড়াম্বরেই পালন করা হল মাহেশের জগন্নাথ দেবের স্নানযাত্রার অনুষ্ঠান ৷ অল্প কিছু ভক্তের উপস্থিতিতে গঙ্গাজল ও দুধ দিয়ে স্নান করানো হল জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে ৷ মোট আঠাশ ঘড়া গঙ্গাজল ও আধ মন দুধ দিয়ে স্নান করলেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা ৷ 625 বছরের রীতি মেনেই পালন করা হল জগন্নাথের স্নানযাত্রা অনুষ্ঠান ৷ তবে সমস্ত করোনা বিধি মেনেই ৷ যে মাহেশের জগন্নাথের স্নানযাত্রা দেখতে উপচে পড়ত ভিড়, সেখানই হাতেগোনা ভক্ত নিয়েই পালন হল মাহেশের জগন্নাথ, বলরাম ও সুভদ্রার স্নানযাত্রা ৷