পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Lord Jagannath Snan Yatra : আজ জগন্নাথ দেবের স্নানযাত্রা, পুণ্যতিথিতে মায়াপুরের রাজাপুর গ্রামে ভক্তের ঢল - Lord Jagannath Snan Yatra

By

Published : Jun 14, 2022, 2:09 PM IST

জগন্নাথ দেবের স্নানযাত্রার পুণ্যতিথি ৷ মঙ্গলবার নদিয়ার মায়াপুরে রাজাপুর গ্রামের জগন্নাথ মন্দিরে সকাল থেকে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে ভক্তেরা ভিড় করেছে (Snan Yatra of Lord Jagannath Deb at Mayapur Rajapur Temple in Nadia) ৷ জগন্নাথ দেবের অধিবাসের পর আজ স্নানযাত্রা ৷ দিনভর আচার-অনুষ্ঠান শেষে মন্দিরের দরজা বন্ধ হয়ে যাবে ৷ কথিত আছে স্নানের পরে জগন্নাথের জ্বর আসে এবং তিনি লোকচক্ষুর আড়ালে চলে যান ৷ রথযাত্রার দিন রথে নিজের আদি গ্রাম রাজাপুর থেকে মাসির বাড়ি মায়াপুরের চন্দ্রোদয় মন্দিরে আসবেন দেবতা ৷ উল্টো রথের দিন রাজাপুর মন্দিরে ফিরে যাবেন ৷

ABOUT THE AUTHOR

...view details