Snake Bite Death: হাসপাতালের বদলে ওঝা, মুর্শিদাবাদে কুসংস্কারের বলি সাপে কাটা রোগী! - মুর্শিদাবাদে কুসংস্কারের বলি সাপে কাটা রোগী
মুর্শিদাবাদে কুসংস্কারের বলি এক । সাপে কাটা এক রোগীকে চিকিৎসকের কাছে না-নিয়ে গিয়ে ওঝার কাছে নিয়ে যাওয়ায় চরম খেসারত দিতে হল পরিবারকে ((snake bitten patient died due to superstition) । মৃত যুবকের নাম পরীক্ষিত ঘোষ (38) । শুক্রবার বিকেলে পরীক্ষিত ঘোষ নিজের জমিতে সার দিতে গেলে সেখানে বিষাক্ত সাপ তাঁকে ছোবল দেয় ৷ অসুস্থতা বোধ করলে পা বেঁধে ওই যুবককে হাসপাতালে নিয়ে যাওয়ার বদলে পাশের গ্রামে এক ওঝার কাছে নিয়ে যান পরিবারের সদস্যরা । এরপর চলে ঝাড়ফুঁক । পরবর্তীতে রোগীর অবস্থার আরও অবনতি হওয়ায় তাঁকে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । পুলিশ ওঝার খোঁজে তল্লাশি চালাচ্ছে ।
TAGGED:
Snake Bite Death