পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

SMP Election Result 2022: ফাঁসিদেওয়ায় গণনা কেন্দ্রের বাইরে বিশৃঙ্খলা, পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ পুলিশের - শিলিগুড়ি মহকুমা পরিষদ

By

Published : Jun 29, 2022, 5:08 PM IST

শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচনের (SMP Election Result 2022) গণনায় বিশৃঙ্খলা ৷ ফাঁসিদেওয়া ব্লকের গণনা কেন্দ্রের বাইরে বিশৃঙ্খলার জেরে লাঠিচার্জ করল পুলিশ (Chaos Outside Counting Center in Fansideoa) ৷ বুধবার সকাল থেকে শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচনের গণনা কেন্দ্রের বাইরে ভিড় করতে থাকে একাধিক রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা ৷ আর সময় যত পার হতে থাকে, ততই শাসকদলের দিকে জনগণের রায়ের পাল্লা ঝুঁকতে থাকে ৷ সেই সঙ্গে উত্তজনার পারদও চড়তে শুরু করে ৷ জয়ী প্রার্থীরা গণনা কেন্দ্র থেকে বের হতেই উল্লাসে ফেটে পড়েন শাসকদলের সমর্থকরা ৷ এমনকি আতসবাজি ফাটানো হয় ৷ কিন্তু, গণনা কেন্দ্রের বাইরে 144 ধারা জারি থাকায় পুলিশ তাঁদের বাধা দেয় ৷ কিন্তু, পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে চলে যায় ৷ ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে বলে জানা গিয়েছে ৷ পাশাপাশি ব়্যাফও নামাতে হয় গণনা কেন্দ্রের বাইরে ৷

ABOUT THE AUTHOR

...view details