Arambag Primary School: ভগ্নদশায় আরামবাগের নিম্ন বুনিয়াদী বিদ্যালয়, আতঙ্কিত ছাত্রছাত্রী থেকে অভিভাবকরা - Situation of primary school in danger
আরামবাগের পূর্ব কৃষ্ণপুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয় (Primary School in Arambag)৷ এই বিদ্যালয়ের অবস্থা এতটাই বেহাল যে অভিভাবকরা তাঁদের সন্তানদের স্কুলে পাঠিয়ে নিরাপদ নন (Situation of primary school in danger)। একটা সময় এই স্কুলে অনেক ছাত্রছাত্রী পড়াশোনা করত। কিন্তু বর্তমানে এই স্কুলের ভগ্নপ্রায় দশার কারণে ছাত্রছাত্রী ক্রমশ কমে আসছে। বিদ্যালয়ের পক্ষ থেকে একাধিকবার উচ্চস্তরে আবেদন জানানো হলেও কোনো সাড়া মেলেনি। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, তিনি গত 14 বছর এই বিদ্যালয়ে শিক্ষকতা করছেন তখন থেকেই অবস্থা বেহাল ৷ আজ পর্যন্ত কোনও সংস্কার হয়নি। বর্তমানে ক্লাসরুমে নয় বারান্দায় চলছে পঠন-পাঠন। শিক্ষকরা ক্লাস রুমের থেকে বারান্দাটাকেই আপাতত নিরাপদ জায়গা হিসেবে বেছে নিয়েছেন। সেখানেই চলছে স্কুল ৷