পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Silver Point School: বেঙ্গল বোর্ড ছেড়ে দিল্লি বোর্ডের হাত ধরল সিলভার পয়েন্ট স্কুল - সিলভার পয়েন্ট স্কুল

By

Published : Jul 17, 2022, 7:32 AM IST

25তম জন্মদিনে বেঙ্গল বোর্ড থেকে সিবিএসই বোর্ডের হাত ধরল সিলভার পয়েন্ট স্কুল (Silver Point School Left WBBSE) । এতদিন ধরে এই স্কুল চলছিল ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অন্তর্গত ইংলিশ মিডিয়াম স্কুল হিসাবে । এবার সিবিএসই বোর্ডের হাত ধরল দক্ষিণ কলকাতার এই বেসরকারি স্কুল । এই বছর তাদের প্রতিষ্ঠার রজত জয়ন্তী । আর তা ঘিরে একাধিক কর্মসূচির কথা জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ । স্কুলের প্রধান শিক্ষিকা সুচরিতা রায় চৌধুরী বলেন, "আমাদের প্রায় 1200-এর উপর পড়ুয়া রয়েছে । আমরা দেখলাম অভিভাবকরা চাইছেন সিবিএসই বোর্ডের অধীনে পড়াশোনা চলুক । নচেৎ অনেকে তাঁদের সন্তানদের ছাড়িয়ে দেওয়ার কথাও বলছিলেন । তখনই আমরা ঠিক করি, এবার পড়ুয়াদের স্বার্থের জন্য সিবিএসই বোর্ডের অধীনেই চলব ।"

ABOUT THE AUTHOR

...view details