Purulia Student Agitation : স্কলারশিপ অমিল, জাতীয় সড়ক অবরোধ সিধু-কানু-বিরসা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের
পুরুলিয়া-রাঁচি 32 নম্বর জাতীয় সড়কের সিধু-কানু-বিরসা বিশ্ববিদ্যালয়ের কাছে অবরোধ (Sidho Kanho Birsha University student block NH 32 in Purulia) ৷ অবরোধ করেন বিশ্ববিদ্যালয়ের আদিবাসী ছাত্রছাত্রীরা । দু'বছর ধরে ওয়েসিস স্কলারশিপ না পাওয়ার জন্য তাঁদের এই অবরোধ বলে জানা গিয়েছে । দ্রুত স্কলারশিপের আবেদনও জানিয়েছেন তাঁরা । দীর্ঘক্ষণ ধরে চলা এই অবরোধের কারণে চরম ভোগান্তির শিকার সাধারণ মানুষজন । এই অবরোধের ফলে জাতীয় সড়কের দু'পাশে প্রচুর যানবাহন সারি সারি দাঁড়িয়ে গিয়েছে । পুলিশ প্রাথমিকভাবে চেষ্টা করে এখনও পর্যন্ত অবরোধ তুলতে পারেনি ।