"মায়ের বুকে ছুরি মেরেছেন", শুভেন্দুর নাম না করে কটাক্ষ সিদ্দিকুল্লার - রাজ্যর মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরি
সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী । তাঁর এই দল পরিবর্তনকে নাম না করে কটাক্ষ করলেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরি । আজ জয়নগরের জনসভা থেকে তিনি বলেন, "তৃণমূল দলকে মায়ের মতো ভক্তি করব, শ্রদ্ধা করব, সম্মান দেব । মায়ের বুকে ছুরি মারলে উপরওয়ালার অভিশাপ তোমার উপর আসবে । এটাই মায়ের পরিচয় ।" তিনি আরও বলেন, "আমার জন্ম এই গর্ভধারিণী মা, কিন্তু এই তৃণমূল কংগ্রসের দল মায়ের আঁচল দিয়ে সারা বাংলাকে একটা ছাতার তলায় এনেছে । যাঁরা ভোগ করেছেন, সুখ, চেয়ার ও মর্যাদা পেয়েছেন তাঁরা মায়ের বুকে ছুরি মারছেন ! জনগণ হাড়ে হাড়ে তার উত্তর দেবে ।"