Shreya Pandey on TMC victory : 'ল্যান্ডস্লাইড ভিকট্রি', উচ্ছ্বাসের মধ্যেও বাবাকে মিস করছেন সাধন-কন্যা শ্রেয়া - Shreya Pandey on TMC victory
ভোটে না লড়লেও বাবার বিধানসভা কেন্দ্র মানিকতলার সমস্ত ওয়ার্ডগুলোতে তদারকির গুরুদায়িত্ব ছিল তাঁর কাঁধে ৷ মঙ্গলবার সকালে কলকাতা পৌরভোটের ফল প্রকাশ পেতেই দেখা গেল রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডের সুযোগ্যা কন্যা তথা অভিনেত্রী শ্রেয়া পাণ্ডে দায়িত্ব সামলেছেন দক্ষ হাতেই ৷ মানিকতলা বিধানসভা কেন্দ্রের বিভিন্ন ওয়ার্ড-সহ কলকাতা পৌরভোটে 144টি ওয়ার্ডের মধ্যে 134টি'তে তৃণমূলের জয়কে 'ল্যান্ডস্লাইড ভিকট্রি' বলে বর্ণনা করলেন শ্রেয়া ৷ তবে উচ্ছ্বাসের মধ্যেও অসুস্থ বাবাকে মিস করছিলেন শ্রেয়া (Shreya Pandey describes Trinamool victory in KMC election as 'landslide Victory' ৷ দীর্ঘ 45 বছরের রাজনৈতিক কেরিয়ারে এই প্রথম পৌরভোটে মানিকতলা বিধানসভা এলাকায় দলের কোনও নির্বাচনী কর্মযজ্ঞে থাকতে পারলেন না সাধন পাণ্ডে ৷
TAGGED:
Shreya Pandey on TMC victory