পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Chitrakote Waterfalls : দেশের মিনি নায়াগ্রা জলপ্রপাতে চলছে শুটিং, দেখুন ভিডিয়ো - Chitrakote Waterfalls

By

Published : May 13, 2022, 11:05 PM IST

বন্দুক ও বোমার শব্দে ভরা ছত্তিশগড়ের বস্তারে বলিউড ছবির শুটিং চলছে (Shooting of web series at Chitrakot Waterfall) ৷ দেশের মিনি নায়াগ্রা নামে এই বস্তারের চিত্রকোট জলপ্রপাতে চলছে হিন্দি ওয়েব সিরিজের শুটিং। চিত্রকোট জলপ্রপাতের যা সৌন্দর্য সে কারণেই বলিউডের পরিচালক এখানে পাড়ি দিয়েছেন ৷ শুটিংয়ে রয়েছেন সুপরিচিত অভিনেতারা। অভিনেতা পরেশ রাওয়ালের ছেলে আদিত্য রাওয়াল, নকুল সহদেব, আশিস বিদ্যার্থীরা বেশ মনোযাগ দিয়ে কাজ করছেন ৷ করবেন নাই না কেন ! যা অপরূপ দৃশ্য! লাইট- ক্যামেরা-অ্যাক্সন বলা মাত্রই চারিদিকে বন্দুকের আওয়াজ আর অভিনেতারাও সেইসঙ্গে রেডি ৷ এই প্রথমবার এই বস্তারের চিত্রকোট জলপ্রপাতে কোনও ওয়েব সিরিজের শুটিং হচ্ছে । ওয়েব সিরিজের নাম 'আর ইয়া পার'। তিন দিন ধরে চলছে ছবিটির শুটিং। শুটিংয়ের কারণে প্রশাসনের পক্ষ থেকে চিত্রকোট কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details