খোশমেজাজে শীলা ও 3 রয়্যাল বেঙ্গল শাবক - tiger
এক মাস আগেই দ্বিতীয়বার সন্তান প্রসব করেছে রয়্যাল বেঙ্গল টাইগার শীলা । বেঙ্গল সাফারি পার্কে আপাতত খোশমেজাজে রয়েছে মা ও তার তিন সন্তান। আর দিন কয়েক গেলেই তাদের লিঙ্গ নির্ধারণের কাজ শুরু করা হবে বলে জানিয়েছে পার্ক কর্তৃপক্ষ। বিভান নামের এক পুরুষ বাঘকে সঙ্গী করে দ্বিতীয় বার মা হয়েছে শীলা। আপাতত ৩৮ দিনে পা দিল শীলার এই তিন সন্তান । মা ও সন্তানদের খুনসুটির একটি ভিডিয়ো পার্কের তরফে প্রকাশ্যে আনা হয়েছে।