পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Sharannavaratri Festival: 5 কোটি 55 লাখ 55 হাজার 555 টাকার দেবী ! দেখেছেন কখনও - তেলেঙ্গানায় চলছে শরন্নাবরাত্রি উদযাপন

By

Published : Oct 1, 2022, 10:07 PM IST

তেলেঙ্গানায় চলছে শরন্নাবরাত্রি উদযাপন (Sharannavaratri Celebrations)। মাহাবুবনগরের ব্রাহ্মণওয়াড়ায় শ্রীবাসবী কন্যাকা পরমেশ্বরী মন্দিরে আম্মাভারু দেবী এই সময় মহালক্ষ্মী (Goddess Mahalakshmi) রূপে আবির্ভূত হন। আর্য-বৈশ্য সঙ্গমের পৃষ্ঠপোষকতায় মহালক্ষ্মী দেবী তথা আম্মাকে 5 কোটি 55 লাখ 55 হাজার 555 টাকা দিয়ে ঢেলে সাজানো হয়েছে ৷ টাকা ও কয়েন দিয়ে সাজানো হয়েছে মন্দির প্রাঙ্গণ। আর এই মন্দির দেখতে ভক্তদের ভিড় উপচে পড়ছে ৷

ABOUT THE AUTHOR

...view details