সিএএ ও এনআরসি নিয়ে ফের সুর চড়ালেন শান্তনু ঠাকুর - সিএএ ও এনআরসি
সোমবার দুপুরে সিএএ ও এনআরসি নিয়ে ফের সুর চড়ালেন বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর । এখনও কেন এগুলি কার্যকর হল না তা নিয়ে এবার প্রশ্ন তুলেছেন তিনি । রায়গঞ্জ রেলস্টেশনে মতুয়া সম্প্রদায়ের মানুষদের নিয়ে একটি জমায়েত করেন । সেখানে সিএএ নিয়ে কেন্দ্রীয় সরকারের কার্যকলাপে অসন্তোষ প্রকাশ করেন তিনি । সংবাদমাধ্যমকে তিনি জানান, “আমি মানুষকে কথা দিয়েছিলাম ক্ষমতায় এলে নাগরিকত্ব দেওয়া হবে। কিন্তু কবে এই নাগরিকত্ব প্রদান করা হবে ? মানুষের জন্য আমরা, কিন্তু সেই মানুষের কথা না রাখতে পারলে এর খারাপ প্রভাব পড়বে । তাই সিএএ দ্রুত কার্যকর করার আর্জি জানাচ্ছি ।”