পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Students Fell Ill: প্রার্থনা চলাকালীন একসঙ্গে অসুস্থ 40 জন ছাত্রী, চাঞ্চল্য পানাগড়ের স্কুলে - Several Students Fell Ill During School Prayers

By

Published : Jul 31, 2022, 6:20 PM IST

Updated : Jul 31, 2022, 6:53 PM IST

শনিবার বিদ্যালয়ের প্রাঙ্গণে প্রার্থনা চলাকালীন অসুস্থ হয়ে পড়ল বিদ্যালয়ের একাধিক ছাত্রছাত্রী (Several Students Fell Ill During School Prayers) । ঘটনাটি ঘটেছে পানাগড়ের দার্জিলিং মোড় সংলগ্ন রামকৃষ্ণ আশ্রম বিদ্যাপীঠের । অত্যাধিক গরমের কারণে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা প্রার্থনা চলাকালীন অসুস্থ হয়ে পড়ে বলে স্থানীয় সূত্রে খবর । ছাত্রছাত্রীরা অসুস্থ বোধ করলে তাদের পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয় । শুরু হয় চিকিৎসা । খবর পেয়ে স্কুলে আসেন অভিভাবকেরা । এতে উত্তেজনারও সৃষ্টি হয় । তবে এই বিষয়ে বিদ্যালয়ের পক্ষ থেকে কেউ মুখ খুলতে চাননি ।
Last Updated : Jul 31, 2022, 6:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details