পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Paresh Chandra Adhikary একাধিক সরকারি প্রকল্পের সূচনা পরেশ চন্দ্র অধিকারীর - তিনটি সরকারি প্রকল্পের কাজের শুভ সূচনা করেন

By

Published : Aug 29, 2022, 10:40 PM IST

হলদিবাড়িতে একাধিক সরকারি প্রকল্পের সূচনা করলেন বিধায়ক পরেশ চন্দ্র অধিকারী (Paresh Chandra Adhikari) ৷ সোমবার মেখলিগঞ্জের হলদিবাড়িতে তিনটি সরকারি প্রকল্পের কাজের শুভ সূচনা করলেন তিনি (Several GOVT Projects Inaugurate)। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি নূপুর বর্মন, হলদিবাড়ি পৌরসভার চেয়ারম্যান শংকর কুমার দাস প্রমুখ। এদিন বক্সিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের দেউনিয়া পাড়া মোড় থেকে তিস্তাবাঁধ পর্যন্ত প্রায় 1030 মিটার রাস্তাটি সূচনা হয় ৷ এর জন্য ব্যয় হবে প্রায় 43 লক্ষ 70 হাজার টাকা। হলদিবাড়ি হাইস্কুল মাঠে একটি নতুন ইনডোর স্টেডিয়াম তৈরির জন্য প্রায় 82 লক্ষ 13 হাজার 798 টাকা ব্যয় হবে, তারও সূচনা করা হয়।

ABOUT THE AUTHOR

...view details