পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Several Dogs Died: কীটনাশক খাইয়ে পাঁচ সারমেয়কে মারার অভিযোগে গ্রেফতার অভিযুক্ত - Several Dogs Died

By

Published : Jul 12, 2022, 9:18 PM IST

চাষের ক্ষেত নষ্ট করেছে এলাকার সারমেয়রা । সেই রাগে খাবারের সঙ্গে কীটনাশক মিসিয়ে সারমেয় মারার অভিযোগ উঠল এক চাষির বিরুদ্ধে । কীটনাশক খেয়ে এলাকায় পাঁচটি সারমেয়র মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে (Several Dogs Died)। ঘটনাটি উত্তর 24 পরগনার গোপালনগর থানার গঙ্গানন্দপুর পঞ্চায়েতের পাঁচপোতা গান্ধী মোড় এলাকায় ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে । অভিযুক্তের নাম জাহাঙ্গির মণ্ডল । স্থানীয়দের দাবি, জাহাঙ্গিরের একটি রজনীগন্ধা ফুলের ক্ষেত নষ্ট করেছিল এলাকার কয়েকটি সারমেয় । তারপর থেকেই সারমেয় গুলির উপরে রাগ জাহাঙ্গিরের । আর সেই রাগেই সারমেয় গুলিকে খাবারের সঙ্গে কীটনাশক মিশিয়ে খেতে দিয়েছিল সে ৷ আর সেই খাবার খেয়ে এলাকার পাঁচটি সারমেয়র মৃত্যু হয়েছে ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details