পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Gamblers Arrest in English Bazar : ইংরেজবাজারে লক্ষাধিক টাকা সহ গ্রেফতার 7 জুয়াড়ি - ইংরেজবাজারে লক্ষাধিক টাকা সহ গ্রেফতার 7 জুয়ারি

By

Published : May 11, 2022, 1:53 PM IST

জুয়ার আসর থেকে 1 লক্ষ 30 হাজার টাকা সহ 7 জনকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ (Seven Gamblers Arrest with Large Sums of Money in English Bazar) । গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে ইংরেজবাজার থানার পুলিশের একটি দল বিশ্বনাথ মোড় এলাকায় হানা দেয় ৷ পুলিশ সূত্রে খবর, শিবমন্দির সংলগ্ন এলাকায় একটি জুয়ার আসর থেকে সাতজনকে গ্রেফতার করা হয় ৷ জুয়ার আসর থেকে 1 লক্ষ 30 হাজার 135 টাকা বাজেয়াপ্ত করে পুলিশ ৷ ধৃতদের নাম রাকেশ ঘোষ, আনামুল শেখ, অভিজিৎ সাহা, টিটুন হালদার, রাম হালদার, মিঠুন মণ্ডল ও বুবাই হালদার ৷ ধৃতরা সকলেই ইংরেজবাজারের বাসিন্দা ৷

ABOUT THE AUTHOR

...view details