পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Selfie with Python: অজগরের সঙ্গে সেলফি তোলার নামে অত্যাচার, ভাইরাল ভিডিয়ো

By

Published : Jul 16, 2022, 6:10 PM IST

Updated : Jul 16, 2022, 6:21 PM IST

লোকালয়ে অজগর, সেই অজগর হাতে তুলে ছবি তোলার হিড়িক ! এমনকী অজগর হাতে নিয়ে ছবি তোলার সময় সেটির গলাও চেপে ধরা হয় (Selfie with Python at Banarhat) ৷ সামনে এসেছে সেই ঘটনার ভিডিয়োও ৷ এমনই অমানবিক ঘটনা ঘটেছে জলপাইগুড়ির বানারহাট ব্লকের লক্ষ্মীপাড়া চা বাগানে। সূত্রের খবর, শুক্রবার রাতে ওই চা বাগানের বস্তিতে ঢুকে পড়ে প্রায় 13 ফুটের এক অজগর। আর সেই অজগরকে হাতে নিয়ে শুরু হয় ছবি তোলার হিড়িক। ছবি তোলার সময় অজগরটি 'বিরক্তি' প্রকাশ করলে সেটির গলা চেপে ধরে রাখা হয়। ভিডিয়োতে এও দেখা গিয়েছে, এক যুবক সাপের মুখে থুতু দিচ্ছে । পরবর্তীতে জানা গিয়েছে ওই অজগরের কামড়ে আহত হয়েছেন এক জন ।
Last Updated : Jul 16, 2022, 6:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details