পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Children Missing: হুগলি নদীতে তলিয়ে যাওয়া 2 শিশুর খোঁজে চলছে তল্লাশি - search operation is on to find two baby girls

By

Published : Oct 17, 2022, 11:22 AM IST

সারারাত কেটে যাওয়ার পর এখনও খুঁজে পাওয়া যায়নি হুগলি নদীতে তলিয়ে যাওয়া 2 শিশুকে । প্রশাসনের তরফ থেকে ড্রোনের মাধ্যমে হুগলি নদীতে তল্লাশি চালানো হচ্ছে (Children Missing in Hooghly River) ৷ এদিকে ডায়মন্ড হারবার ফেরিঘাটে উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করছে পরিবারের সদস্যদের। ডায়মন্ড হারবারে হুগলি নদীতে ভেসেল থেকে নামর সময় দুটি ভেসেলের ফাঁকে পড়ে যায় আতিফা ও সীতারা নামে দুই শিশু ৷ তারা দুই বোন ৷ ঘটনাটির পর খবর দেওয়া হয় কুইক রেসপন্স টিম, সিভিল ডিফেন্সকে । ঘটনাস্থলে যান ডায়মন্ড হারবার এসডিও অঞ্জন ঘোষ । কিন্তু এখনও কাজের কাজ কিছু হয়নি ।

ABOUT THE AUTHOR

...view details