বারাসতে ধর্মঘট ঘিরে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি; লাঠিচার্জ - বারাসতের কলোনি মোড়
মিছিল থেকে জোর করে দোকান বন্ধের চেষ্টা । এরপর 34 নম্বর জাতীয় সড়কে অবরোধ করে গাড়ি থামিয়ে বনধ সফল করার মরিয়া প্রয়াস । আর তা ঘিরে ধুন্ধুমার বাধল বারাসতের কলোনি মোড় ও হেলাবটতলা মোড়ে । পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, লাঠিচার্জ কিছুই বাদ গেল না । রীতিমতো বনধ সমর্থককারীদের তাড়া করে লাঠিপেটা করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে । পুলিশের লাঠির আঘাতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর । একপ্রকার লাঠিপেটা করে অবরোধ তুলে দেয় পুলিশ । এই ঘটনার তীব্র নিন্দা করে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন বনধ সমর্থককারীরা ।