পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

HS Result 2022 : মেধাতালিকায় জয়জয়কার পশ্চিম মেদিনীপুরের, চিকিৎসক হওয়ার স্বপ্নে বুঁদ দ্বিতীয় স্থানাধিকারী সায়ন - HS Result 2022

By

Published : Jun 10, 2022, 7:59 PM IST

2022 উচ্চমাধ্যমিকের ফলাফলে জয়জয়কার পশ্চিম মেদিনীপুরের ৷ জঙ্গলমহলের আওতাধীন এই জেলায় মেধাতালিকার দ্বিতীয় থেকে দশম সব স্থানের ছেলেমেয়েরাই রয়েছে ৷ তবে মেধাতালিকায় জেলার মুখ সায়নদীপ সামন্ত ৷ জলচক নটেশ্বরি নেতাজি বিদ্যায়তন থেকে 497 নম্বর পেয়ে মেধাতালিকার দ্বিতীয়স্থান অধিকার করেছে সায়নদীপ (Sayandeep Samanta from West Medinipur ranked third in HS merit list) । সায়নদীপের ইচ্ছে চিকিৎসক হয়ে আর্তের সেবা করা ৷ পর্ষদের ঘোষণা টিভিতে দেখার পরই উচ্ছ্বসিত সায়নদীপের পরিবারে শুরু হয় মিষ্টিমুখের পর্ব। সায়নদীপ জানায় রুটিনমাফিক পড়াশুনা এবং পাঠ্যপুস্তকের উপর জোর তাঁর এই সাফল্যের অন্যতম চাবিকাঠি ৷ পাশাপাশি আগামী প্রজন্মকে ফেসবুক-টুইটারসহ সোশ্যাল সাইট থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে সে ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details