যক্ষ্মামুক্ত সমাজের বার্তা দিয়ে পুরীর সৈকতে স্যান্ড আর্ট - যক্ষা মুক্ত সমাজ
আজ বিশ্ব যক্ষ্মা দিবস । আর তাই নিয়ে পুরীর সৈকতে তৈরি হল স্যান্ড আর্ট । পুরীর সৈকতে স্যান্ড আর্ট কোনও নতুন বিষয় নয় । প্রতি বছরই এখানে দেখা মেলে চোখ ধাঁধানো সব স্যান্ড আর্টের । তাতে থাকে নানান সামাজিক সচেতনতা মূলক বার্তা । এবারের স্যান্ড আর্টের থিম 'দ্য ক্লক ইস টিকিং' । আর এই থিমের উপর ভিত্তি করে যক্ষ্মা মুক্ত সমাজ গড়ার বার্তা দিলেন আন্তর্জাতিক স্তরে প্রশংসিত বালু শিল্পী মানস সাহু । লক্ষ্য যক্ষ্মা মুক্ত সমাজ । ২০২৫ সালের মধ্যে এই উদ্দেশ্যে সফল হতে চান তাঁরা । মানস সাহু তারঁ স্যান্ড আর্টের মাধ্যমে ফুসফুসের ছবি ফুটিয়ে তুলেছেন । আর চিকিৎসকদের চেষ্টায় বিশ্বে যে যক্ষ্মা মুক্ত সমাজ গড়ে উঠছে তাও ফুটে উঠেছে মানস সাহুর স্যান্ড আর্টে ।