পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Narendra Modi Varanasi Visit : উত্তরপ্রদেশ ভোটের নজরে মোদির কাশী সফর - নরেন্দ্র মোদির কাশী সফর

By

Published : Dec 10, 2021, 9:36 PM IST

আগামী 13 ডিসেম্বর গোটা দেশের শিব মন্দিরগুলিতে পূজার্চনার আয়োজন করবে বিজেপি ৷ ওই দিন কাশীধামে এই অনুষ্ঠান পালন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi Varanasi Visit) ৷ দেশের 51 হাজার জায়গায় এই কর্মসূচির সরাসরি সম্প্রচার করা হবে ৷ শুক্রবার বিজেপির রাজ্য সদর কার্যালয়ে (BJP Press Meet) একথা জানান, শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya on Varanasi Program) ৷ উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে কাশীকে কেন্দ্র করে প্রচারে নামতে চাইছে বিজেপি ৷ মূলত, সেই কারণেই এত আয়োজন ৷ যদিও বিজেপির দাবি, কাশীর স্থান মাহাত্ম্যকে মাথায় রেখেই এই কর্মসূচি পালন করা হবে ৷

ABOUT THE AUTHOR

...view details