Anish Khan Murder Case : সুপ্রিম কোর্টে যাওয়ার হুমকি মৃত আনিশের বাবার - Anish Khan Murder Case
রবিবার মধ্য হাওড়ার পিএম বস্তি এলাকায় রমজানের ইফতারে এসে ফের কলকাতা উচ্চ আদালতের নজরদারিতে সিবিআই তদন্তের দাবি জানালেন মৃত আনিশ খানের বাবা সালেম খান (demanded to go Supreme Court ) । তিনি চান সোমবার বিচারপতি উচ্চ আদালতের নজরদারিতে সিবিআই তদন্তের নির্দেশ দিক। প্রয়োজনে তিনি সুপ্রিম কোর্টে যাবেন বলে জানান ।