করোনা থেকে সেরে উঠলে প্লাজমা দান করুন, আবেদন সচিনের - প্লাজমা দান করার আহ্বান সচিনের
নিজে সম্প্রতি করোনা আক্রান্ত হয়েছিলেন ৷ তাই এবার যাঁরা করোনা আক্রান্ত হয়েছিলেন কিন্তু সুস্থ হয়ে উঠেছেন তাঁদের প্লাজমা দান করার অনুরোধ করলেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর ৷ প্লাজমা থেরাপির মাধ্যমে সহজেই করোনার বিরুদ্ধে লড়াই করা যায় ৷ তাই করোনা থেকে সুস্থ হয়ে ওঠা সবাইকে প্লাজমা দান করার কথা সচিনের মুখে ৷ তিনি নিজেও প্লাজমা দান করবেন বলে জানিয়েছেন ৷