Elephant Enter The Budbud : দলছুট হাতি ঢুকল বুদবুদে - Elephant Enter The Budbud
ফের দুটি দাঁতাল হাতি বাঁকুড়ার জঙ্গল থেকে দামোদর নদ পার করে ঢুকে পড়ে বুদবুদের ঘাগড়া এলাকায় *(Elephant Enter The Budbud)। বুধবার ভোরে এলাকার মানুষ হাতি দুটিকে দেখতে পান এবং তাঁরা বনদফতরকে খবর দেন ৷ খবর পেয়ে বর্ধমান জেলার বনদফতর এবং পানাগড় রেঞ্জের বনদফতরের দুটি দল ঘটনাস্থলে পৌঁছে হাতি দুটির উপর নজরদারি শুরু করে। স্থানীয়রা জানিয়েছেন সকালবেলা হাতি দুটিকে দেখতে পাওয়া যায় তবে এলাকায় তেমন ক্ষয়ক্ষতির খবর নেই। বুধবার বিকেলের পর থেকে হাতি দুটিকে বাঁকুড়ার জঙ্গলে ফেরত পাঠানো হবে বলে বনদফতর সূত্রে জানা যায় ৷