পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Tribute to KK কেকের স্মরণে শহরের সঙ্গীত সন্ধ্যায় চাঁদের হাট - rotary club of old city pays tribute to kk

By

Published : Aug 23, 2022, 7:04 PM IST

রোটারি ক্লাব অফ ওল্ড সিটির উদ্যোগে কেকে-র স্মরণে শহরের বুকে আয়োজিত হল হৃদয়া নামের একটি সুন্দর সঙ্গীতানুষ্ঠান ৷ এই অনুষ্ঠানে কেকের গানে গানে তাঁকে স্মরণ করলেন উষা উত্থুপ, সপ্তক ভট্টাচার্য, দেবজিৎ সাহা, দুর্নিবার সাহা, গৌরব সরকার, শোভন গঙ্গোপাধ্যায়, নীহারিকা নাথ, জয় ভদ্রের মতো বিশিষ্ট শিল্পীরা (Singer pays Tribute to KK)। সংস্থার তরফে আগেই জানানো হয়েছিল টিকিট থেকে প্রাপ্ত অর্থ দিয়ে অভাবী শিশুদের হার্ট সার্জারি করবেন তাঁরা।

ABOUT THE AUTHOR

...view details