পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Robbery in Malda : মালদায় দুঃসাহসিক ডাকাতি ! লক্ষাধিক টাকা ও সোনার গয়না লুট - Robbery in Malda

By

Published : May 5, 2022, 6:37 PM IST

আগ্নেয়াস্ত্র ও হাঁসুয়া নিয়ে দুঃসাহসিক ডাকাতি মালদার হাবিবপুরে (robbers attack in house at Habibpur malda) । হাবিবপুরের সীমান্ত এলাকা তিলাসনে পরিবার নিয়ে বসবাস করেন অমল পান্ডে। তাঁদের চাষের জমি রয়েছে। সম্প্রতি জমির ধান বিক্রি করে বেশ কিছু টাকা পেয়েছিলেন অমলবাবু। বাড়িতেই সেই টাকা রাখা ছিল। অভিযোগ, গতকাল রাত বারোটা নাগাদ চার দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র ও হাঁসুয়া নিয়ে তাঁদের বাড়িতে ঢোকে। গলায় হাঁসুয়া ধরে সমস্ত টাকা বের করে দিতে বলে দুষ্কৃতীরা। নগদ 9 লক্ষ টাকা ও 10 ভরি সোনার গয়না লুট করে পালায় দুষ্কৃতীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যান হবিবপুর থানার আইসি। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হবিবপুর থানার পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details