বেহাল রাস্তা, ভোগান্তি যাত্রীদের - AFFECTED RESIDENT
পুরুলিয়ার বাঘমুন্ডির তুন্তুরি সুইসা অঞ্চলে রেল স্টেশনের বাইরে রাস্তায় মোরাম দেওয়ায় যাতায়াতে নাজেহাল অবস্থা এলাকার বাসিন্দাদের । স্টেশনের বাইরে গর্ত থাকায় মাটি দিয়ে ভরাট দেওয়ায় চরম সংকটে রেলযাত্রী থেকে সাধারণ মানুষ সকলেই । এছাড়া এলাকার সবজি বিক্রেতা ছাড়া যানবাহন চলাচল সম্পূর্ণরূপে বন্ধ । এলাকার সাধারণ মানুষের একটাই দাবি যে বার বার ঠিকাদারকে বলা সত্ত্বেও মোড়াম দেওয়ার ফলে মাটি ভরাট দেওয়ায় আমাদের চরম সমস্যায় পড়তে হচ্ছে । পঞ্চায়েত জেনে শুনে মাটির মোড়াম কম টাকাতে করার জন্য আমাদের এই সমস্যায় পড়তে হচ্ছে । তাই আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে সমস্যার দ্রুত সুরাহা হয় ।