পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Flooded In South 24 Pargana : পূর্ণিমার ভরা কোটালে হুগলি নদীর বাঁধ ভেঙে প্লাবিত চাষের জমি ,আতঙ্কিত গ্রামবাসী

By

Published : Apr 18, 2022, 2:25 PM IST

নদীবাঁধ ভেঙে প্লাবিত চাষের জমি। সোমবার সকালে দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগরে মহিষামারী গ্রামে হুগলি নদীর বাঁধ কোটালের জোয়ারে ভেঙে যায় (Flooded In South 24 Pargana)। বাঁধ ভেঙে এলাকায় প্রবেশ করতে শুরু করেছে সমুদ্রের নোনা জল ৷ নদীবাঁধ ভেঙে চাষের জমি প্লাবিত হয় ৷ ইতিমধ্যে আতঙ্কিত হয়ে পড়েছে মহিষামারী গ্রামে কয়েকশো পরিবার। গ্রামবাসীদের অভিযোগ, আমফান থেকে যশ, একের পর এক ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত হয়ে পড়েছিল মাটির এই নদীবাঁধ। বেশ কয়েকবার নদীবাঁধ মেরামত করার জন্য স্থানীয় পঞ্চায়েত থেকে বিধায়কের কাছে বারবার আবেদন করার পরেও কোনওরকম সুরাহা হয়নি। সোমবার সকালে পূর্ণিমার কোটালের জোয়ারের তোড়ে প্রায় দু'কিলোমিটার নদীবাঁধ ভেঙে যায়।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details