MP Narender Singh Khalsa : সব শেষ হয়ে গিয়েছে, ছলছল চোখে জানালেন আফগান সাংসদ - আফগানিস্তানের এমপি
আফগানিস্তান থেকে ভারতে ফিরলেন সেখানকার সাংসদ নরেন্দর সিং খালসা ৷ বিমানবন্দরে পা রাখতেই ঘিরে ধরেছিল সাংবাদিকরা, নানা প্রশ্ন ৷ কিন্তু আবেগপ্রবণ নরেন্দর শুধু চোখের জল মুছে চলেছেন ৷ উত্তর দেওয়ার বদলে রুমাল দিয়ে চোখ ঢেকে ফেলেছেন ৷ কোনও উত্তর নেই তাঁর কাছে ৷ বিগত 20 বছর ধরে তিলে তিলে যে সরকার গড়া হয়েছিল, সেই সবকিছু শেষ হয়ে গিয়েছে ৷ এখন সব জিরো, অনেক কষ্টে জানালেন তিনি ৷
Last Updated : Aug 22, 2021, 1:03 PM IST