Nayna Bandyopadhyay: বিধানচন্দ্র রায়কে শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার নয়না বন্দ্যোপাধ্যায় - নয়না বন্দ্যোপাধ্যায়
শুক্রবার বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুদিনে তাঁর বাড়িতে শ্রদ্ধা জানাতে এসে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় (Nayna Bandyopadhyay)। গ্যাসের দাম বৃদ্ধি থেকে শুরু করে ইডি, সিবিআই সব নিয়েই শুক্রবার সোচ্চার হলেন তিনি (Nayna Bandyopadhyay slams Central government)। পাশাপাশি বিধানচন্দ্র রায়ের সঙ্গে তুলনাও শোনা গেল তাঁর গলায় । তিনি বলেন, "বিধানচন্দ্র রায় ছিলেন বাংলার রূপকার । আর ঠিক তারপরে বাংলার আরেক রূপকার হলেন মমতা বন্দ্যোপাধ্যায় ।" তিনি আরও বলেন, "বর্তমানে একজন করে সেলিব্রিটিকে ডেকে শুধু ইডি আর সিবিআই করছেন । দেশটার অবস্থা দেখুন । ডলারের দাম কোথায় যাচ্ছে । আমি ওই কর্মীর কথা ভাবি যার মাসিক আয় 10,000 টাকা । সে খাবে কী? দেশের অর্থনীতি রসাতলে যাচ্ছে । আর উনি এসব করে বেড়াচ্ছেন । আট বছর ধরে দেশে কী হয়েছে?" এখানেই শেষ নয়, এদিনের অনুষ্ঠানে যখন তিনি বক্তব্য রাখেন সেখানেও তাঁর মুখে শোনা যায় কেন্দ্রের বিরুদ্ধাচরণ । পাশাপাশি তিনি প্রশংসা করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে ।