Sandalwood Recovered কোচবিহারে লাল চন্দনকাঠ উদ্ধার - Red Sandalwood Recovered
গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার বিকেলে কোচবিহার শহরের 4 নম্বর ওয়ার্ড এলাকায় প্রাক্তন চেয়ারম্যান ভূষণ সিংয়ের বাড়ির পাশে একটি বন্ধ ঘর থেকে চন্দন কাঠ উদ্ধার করল বন দফতরের কর্মীরা (Red Sandalwood Recovered) । তবে ওই কাঠের মালিক কে, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে । পুলিশ সূত্রে জানা গিয়েছে, কিছুদিন আগে চোরাই কাঠপাচার কাণ্ডে একজনকে গ্রেফতার করা হয় । তাকে জিজ্ঞাসাবাদ করে কোচবিহার শহরের ওই লাল চন্দন কাঠের খবর পেলে এরপর আজ বিকেলে সেখানে অভিযান চালানো হয় । কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার কে সানি রাজ জানান, বন দফতরের গরুমারা ফরেস্ট ডিভিশনের বন্যপ্রাণ বিভাগের আধিকারিকরা এদিন গোপাল সূত্রে খবর পেয়ে অভিযান চালায় । তবে এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি ।