Reactions on Covid Restrictions : সরকারের নির্দেশ মানতে বাধ্য, কিন্তু এই পরিস্থিতি তৈরি হল কেন? প্রশ্ন ব্যবসায়ীদের - সরকারের নির্দেশ মানতে বাধ্য, কিন্তু এই পরিস্থিতি তৈরি হল কেন? প্রশ্ন ব্যবসায়ীদের
রাজ্যে ক্রমেই লাগামহীন হচ্ছে করোনা সংক্রমণ ৷ রবিবার রাজ্যে দৈনিক সংক্রমণ 6 হাজার পেরিয়েছে ৷ এদিনই ফের রাজ্যে কড়া বিধিনিষেধ ঘোষণা করেছে রাজ্য (Covid Restrictions in West Bengal) ৷ সোমবার থেকে যা লাগু হবে ৷ জারি হচ্ছে নাইট কার্ফু, সন্ধে সাতটার পর বন্ধ হচ্ছে লোকাল ট্রেন চলাচল ৷ দোকান-বাজার খোলা থাকলেও এই পরিস্থিতিতে উদ্বিগ্ন ছোট ব্যবসায়ীরা ৷ করোনা, লকডাউনের জেরে গত প্রায় 2 বছর ধরেই তাঁদের ব্যবসা মার খেয়েছে, তাই ফের এই কড়াকড়ির ঘোষণায় অশনি সংকেত দেখছেন হকার থেকে শুরু করে ছোট ব্যবসায়ীরা ৷ তাঁদের আশঙ্কা দোকান খোলা থাকলেও এই পরিস্থিতি ও নানা বিধিনিষেধের ফলে তাঁদের ক্রেতা কমবে ৷ কমবে রোজকার ৷ সরকারের নির্দেশ তাঁরা মানতে বাধ্য বলে জানিয়েও বহু ছোট ব্যবসায়ীর প্রশ্ন এই পরিস্থিতি তৈরি হতে দেওয়া হল কেন? সংক্রমণ রুখতে সরকার কেন আগে পদক্ষেপ করল না সেই প্রশ্নও তুলেছেন তাঁরা ৷