Rath Yatra 2022: স্বামী-স্ত্রী পরস্পরের পা-ধুইয়ে মেতে ওঠেন রথযাত্রায় - রথযাত্রায় স্বামী স্ত্রী একে অন্যের পা ধুইয়ে দিয়ে সম্মান জানিয়ে আনন্দে মেতে উঠল
আদিবাসীদের প্রাচীন প্রথা অনুযায়ী স্বামী এবং স্ত্রী দু'জনই দু'জনকে সম্মান করবে। আর তাই রথযাত্রায় স্বামী-স্ত্রী একে অন্যের পা-ধুইয়ে দিয়ে সম্মান জানিয়ে আনন্দে মেতে উঠলেন (Rath Yatra Celebration in Asansol)। কুলটির নিয়ামতপুরে সিংরাই বাবার আশ্রমে বহু বছর ধরে প্রাচীন নিয়মেই চলে আসছে রথযাত্রা। আর রথের দড়ি টানার আগে বিভিন্ন আচার-নিষ্ঠায় মেতে ওঠেন আদিবাসী ভক্তকূল। স্বামী-স্ত্রী একে অন্যকে পা ধুইয়ে দেন, প্রণাম করেন। প্রণাম করা হয় গুরুজনদেরও। এরপর আশ্রমে থাকা সমস্ত দেবতাকে জল নিবেদন করা হয়। তারপরেই রথ টানা হয়। আদিবাসী আশ্রম থেকে নিয়ামতপুর শহর জুড়ে রথ ঘোরানো হয়। তবে এখানে উলটো রথের কোনও রীতি নেই।