পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Rath Yatra 2022 : পথশিশু এবং ভবঘুরেদের নিয়ে অভিনব রথযাত্রার আয়োজন বারাসতে - রথযাত্রা

By

Published : Jul 2, 2022, 1:28 PM IST

এ যেন এক অন‍্যরকম রথ । প্রায় 100 কেজি লোহার তৈরি রথে প্রথমবার টান দিল কচিকাঁচারা । হই-হুল্লোড় করে রথযাত্রার আনন্দ নিজেরা ভাগ করে নিলেন একে অপরের সঙ্গে । ছিল পাপড়, জিলিপির বন্দোবস্তও । হৃদয়পুর স্টেশনের ভবঘুরে এবং পথশিশুদের নিয়ে এমনই এক অভিনব রথযাত্রার আয়োজন করেছিল উত্তর 24 পরগনার 'নবসোপান' নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা (Rath Yatra at Barasat)। সংস্থার হৃদয়পুরের অফিস চত্বর থেকে সেই রথে চেপে জগন্নাথ, বলরাম, সুভদ্রা এসে পৌঁছয় বারাসত কাঁঠালতলায় মাসির বাড়িতে ।

ABOUT THE AUTHOR

...view details