পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Belgharia Rath Yatra: পুরীর আদলে রথ এবার বেলঘড়িয়ায়, আমন্ত্রণ মদনের - Rath Yatra

By

Published : Jul 1, 2022, 11:30 AM IST

পুরীর আদলে বেলঘড়িয়ায় তৈরি করা হয়েছে রথ (Rath Makes in Belgharia Looks Like Puri) ৷ আর সেই রথ দেখতে সকলকে আমন্ত্রণ জানালেন কামারহাটির বিধায়ক মদন মিত্র ৷ বেলঘড়িয়ার সেই রথ আজ বিটি রোড পরিক্রমা করছে (Belgharia Rath Yatra) ৷ এ দিন সাধারণ মানুষকে রথ দেখার আমন্ত্রণ জানিয়ে মদন বলেন, অনেকে অর্থের অভাবে, আবার অনেকে সময়ের অভাবে পুরীর রথ দেখতে যেতে পারেন না ৷ সেই সব মানুষের জন্য পুরীর রথযাত্রার মতোই রূপ দেওয়ার চেষ্টা হয়েছে বেলঘড়িয়ার রথযাত্রায় ৷’’ করোনা সংক্রমণ আবারও বাড়তে থাকায়, সাধারণ মানুষকে মাস্ক পরে আসার অনুরোধ করেছেন মদন মিত্র ৷

ABOUT THE AUTHOR

...view details