পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Ladakh Journey: সাইকেলে লাদাখ, স্বপ্নপূরণের আশাতেই প্যাডেল টেনে চলেছেন রঞ্জন - স্বপ্নপূরণের আশাতেই প্যাডেল টেনে চলেছেন রঞ্জন

By

Published : Aug 4, 2022, 2:19 PM IST

ইচ্ছে নিজের মতো করে ভারতবর্ষের অতি বৈচিত্র্যময় রূপ এবং সৌন্দর্যকে অনুভব করা । আর সেই উদ্দেশ্যকে পাথেয় করে সাইকেল নিয়ে বেড়িয়ে পরেছেন দক্ষিণ 24 পরগনা জেলার সুন্দিয়া গ্রামের যুবক রঞ্জন মণ্ডল । গন্তব্য লাদাখ এবং কেদারনাথ । ছোটো থেকেই তাঁর ইচ্ছে ছিল দেশ ভ্রমনের । আর সেই ইচ্ছেকেই বাস্তবায়িত করতে পুরোনো সাইকেল মেরামত করে বেড়িয়ে পড়েছেন । লক্ষ্যপূরণের আশাতেই প্যাডেল টেনে চলেছেন রঞ্জন (Ranjan Mondal starts his journey towards Ladakh) ।

ABOUT THE AUTHOR

...view details