125th Anniversary of RKM : প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নদিয়ায় রামকৃষ্ণ মিশনের বর্ণাঢ্য শোভাযাত্রা - রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা দিবস পালন
আজকের দিন অর্থাৎ 1 মে রামকৃষ্ণ মিশনের 125তম প্রতিষ্ঠা দিবস ও স্বামী বিবেকানন্দের 160তম জন্ম বার্ষিকী এবং ভারতবর্ষের স্বাধীনতার 75তম বর্ষ উপলক্ষে রবিবার সকালে নদিয়ার নবদ্বীপে রামকৃষ্ণ মঠ ও মিশন থেকে বের হল এক বর্ণাঢ্য শোভাযাত্রা (125th Anniversary of Ramakrishna Mission)। এদিনের এই শোভাযাত্রায় নবদ্বীপের বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী-সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, এনসিসির সদস্য ও রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা ছাড়াও বহু বিশিষ্ট মানুষ অংশগ্রহণ করেন। প্রাচীন মায়াপুর রামকৃষ্ণ মিশন থেকে শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে, নবদ্বীপ পোড়ামা তলায় নেতাজি মূর্তি ও রাধাবাজার পার্কে বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করেন নবদ্বীপ রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী অমরেশ্বরানন্দ মহারাজ।