Raining Before Saraswati Puja 2022 : বাগদেবীর আরাধনার আগেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, পুজোর প্রস্তুতিতে ব্যাঘাত - সরস্বতী পুজোর আগে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, পুজোর প্রস্তুতিতে ব্যাঘাত
শুক্রবার ভারী বৃষ্টিতে ভিজল কলকাতা (Raining in Kolkata) । এদিন সকাল থেকেই আকাশের মুখ ছিল ভার । বেলা বাড়তেই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয় শহরজুড়ে ৷ কলকাতার পাশাপাশি এদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে দুই 24পরগনা, হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুরেও ৷ হালকা বৃষ্টি হয়েছে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ জেলার কিছু জায়গায় । বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, নদীয়াতেও হালকা বৃষ্টি হয় এদিন । শনিবার সরস্বতী পুজো ৷ তার আগের দিন সকালের এই বৃষ্টির কারণে মার খেয়েছে পুজোর প্রস্তুতি ও বাজার ৷ আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ সারাদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে ।